হার্ট অ্যাটাকে যুগান্তরের সাংবাদিক হাবিবুরের মৃত্যু
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে হাবিবুর রহমান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে হাবিবের স্ত্রী জানান, আজ বিকেল ৪টার দিকে মিরপুরের বাসায় হার্ট অ্যাটাক হয় তার। সঙ্গে সঙ্গে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
• মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সাংবাদিক মনরোঞ্জন ঘোষাল
হাবিবুর রহমান দৈনিক যুগান্তর পত্রিকায় বিএনপি বিটের সংবাদ সংগ্রহ করতেন। যুগান্তরের সঙ্গে তার পথচলা দীর্ঘদিনের। মৃত্যুর দিনেও যুগান্তরের শেষ পাতায় তার নামে প্রতিবেদন ছাপা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন।
বর্তমানে হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।
টিআই/এমজে