সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আবুল হাসান হৃদয়ও পুনরায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। তিনি জানান, নির্বাচনে ১ হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী- সহ সভাপতি আনজুমান আরা শিল্পী (৩৮৪), যুগ্ম সম্পাদক লাবিন রহমান (৪৩৫), কোষাধ্যক্ষ কবির আলমগীর (৩২৪), সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ (৩৬৭), দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন (৩৩৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি (৩৭১), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা (৪১৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী (৩৪৯), কল্যাণ সম্পাদক জাফরুল আলম (৩৩৮), নারী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লুনা (৩৮২) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন (৩৫২), অপূর্ব ইব্রাহীম (৩৪০), নঈম মাশরেকী (৩৩৪), মনসুর আহমদ (৩০১), আরিফ আহমেদ (২৯৫), মো. মোস্তাফিজুর রহমান (২৭৯) ও হাসান আহমেদ (২৭৪)।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এইউএ/ওএফ