বইমেলায় প্রবাসী চিকিৎসক কামরুল হাসানের ‘কোভিডকালের লেখালেখি’
প্রবাসী চিকিৎসক ও কলামিস্ট এ বি এম কামরুল হাসানের ‘কোভিডকালের লেখালেখি’ বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় রাত্রি প্রকাশনীর স্টলে। স্টল নম্বর ৪৮৪-৪৮৫। সংবাদপত্রে প্রকাশিত ৪৬টি লেখা স্থান পেয়েছে ৯৬ পাতার বইটিতে। প্রকাশ করেছে রাত্রি প্রকাশনী।
ব্রুনাই প্রবাসী চিকিৎসক এ বি এম কামরুল হাসান এক সময় নিয়মিত লিখতেন দেশের পত্রপত্রিকায়। উচ্চশিক্ষা ও পেশাগত ব্যস্ততার জন্য দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে ছিলেন। করোনাকালে ফের শুরু করেছেন লেখালেখি।
বইটি সম্পর্কে লেখক বলেন, আমার কর্মস্থল ব্রুনাই আর জন্মস্থান বাংলাদেশে কোভিড-১৯ এর শুরু একই সময়ে। ব্রুনাইতে কোভিড আক্রমণের শুরু থেকেই আমি সম্মুখযোদ্ধা। কাজ করি প্রবাসে, মন পড়ে থাকে দেশে। ব্রুনাই যখন সার্থকভাবে কোভিড নিয়ন্ত্রণ করে চলেছে, কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়নি, বাংলাদেশে তখন মাস্ক কেলেঙ্কারি, টেস্ট কেলেঙ্কারি। স্বাস্থ্যকর্মী মারা যাচ্ছে একের পর এক। তখন উপলব্ধি করলাম আমার কর্মস্থলের সার্থকতার গল্প দেশের মানুষকে জানানো প্রয়োজন। আমার অভিজ্ঞতা, উপলব্ধি, পর্যবেক্ষণ যেন দেশের মানুষের উপকারে আসে। নীতিনির্ধারকদের কাজে লাগে।
সেই ভাবনা থেকে ২৫ বছর পর কামরুল হাসান আবার কলম ধরেছেন। শুরু করেছেন কোভিড নিয়ে লেখালেখি। পাশাপাশি লিখেছেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও। কোভিডকালীন পত্রিকায় প্রকাশিত নির্বাচিত লেখাগুলো নিয়ে প্রকাশ করেছেন ‘কোভিডকালের লেখালেখি’।
বইটির ভূমিকা লিখেছেন অস্ট্রেলিয়া প্রবাসী কবি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম আবুল হাসনাত মিল্টন। প্রচ্ছদ করেছেন হিমেল হক। দাম ধরা হয়েছে ২০০ টাকা। ২৫ শতাংশ মূল্য ছাড়ে বইটি মেলায় পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। অনলাইনে রকমারি ডটকম, আজকের বই ডটকম, বই ফেরি ডটকম ও প্রথমা ডটকমে অর্ডার দিয়ে বইটি ঘরে বসে পাওয়া যাচ্ছে।
এসএসএইচ