মুক্তিযুদ্ধে যৌথ অভিযান নিয়ে লেখা বইয়ের বাংলা সংস্করণ
মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো অভিযানের ঘটনাবলী নিয়ে লেখা ‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন ক্যাপ্টেন এমএনআর সামন্ত এবং সন্দীপ উন্নিথান।
সোমবার (৮ নভেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, বইটির বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ও বাংলাদেশি প্রবীণ সৈন্যরা এবং সহ-লেখক সন্দীপ উন্নিথান।
হাইকমিশন বলছে, কমান্ডো অপারেশনের পাশাপাশি বইটিতে গানবোট পদ্মা এবং পলাশ দ্বারা মোংলা বন্দরে অভিযানের ঘটনাও লেখা হয়েছে।
হাইকমিশন আরও জানায়, নেভাল কমান্ডো অপারেশন এক্স বা এনসিও (এক্স) ছিল অপারেশন জ্যাকপটের অংশ, যার অধীনে মুক্তিবাহিনীর গোপন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান।
বইটি ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে। ক্যাপ্টেন এমএনআর সামন্তের ব্যক্তিগত নোট এবং অপারেশনে অংশগ্রহণকারী ভারতীয় নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা উঠে এসেছে এ বইয়ে।
এনআই/এইচকে