দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ পেলেন শাহমুব জুয়েল

বাংলা ভাষা ও সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন; তাদের সম্মানিত করতে বিগত বছরের মতো ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’ দেবে দেশ পাবলিকেশন্স। এ লক্ষে পাণ্ডুলিপি আহ্বান করেছিল প্রতিষ্ঠানটি। আহ্বানে ২ শতাধিক পাণ্ডুলিপি জমা হয়। এরই মধ্য থেকে জুরি বোর্ডের মাধ্যমে প্রতিটি বিষয়ে দুই প্রজন্মের দুইজন করে ১০ বিষয়ে ২০ জনকে চূড়ান্ত নির্বাচন করা হয়।
বিজ্ঞাপন
২৬ ফেব্রুয়ারি বিকেলে একুশে বইমেলা প্রাঙ্গণে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর পুরস্কারের জন্য বিভিন্ন শাখায় মনোনীত হয়েছেন ২০ গুণীজন। বিজ্ঞপ্তিতে একজন করে দেওয়ার কথা উল্লেখ থাকলেও পরে ১০টি বিষয়ে ২০ গুণীজনকে পুরস্কার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কর্তৃপক্ষ। দেশ পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হয় উপন্যাস, ছোটগল্প, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ, অনুবাদ, থ্রিলার উপন্যাস, নাটক ও কিশোর উপন্যাস, শিশুতোষ গল্প এবং ছড়া বিভাগে।
প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, জানুয়ারিতে ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত হয়নি। সে জন্য দুঃখ প্রকাশ করছি। ‘চেতনায় ঐতিহ্য’ স্লোগানকে ধারণ করে সুনামের সঙ্গেই যুগ পেরিয়ে তেরো বছরে পদার্পণ করেছে ‘দেশ’। এ সময়ের মধ্যেই প্রকাশনা শিল্পে পাণ্ডুলিপির নান্দনিক পরিচর্যায় একটি স্বতন্ত্রধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযাত্রী হতে আমাদের এ প্রয়াস। মার্চ মাসে দেশ সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার হাতে তুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে যারা নির্বাচিত হয়েছিলেন; তাদের পুরস্কার চলতি বছরের সঙ্গে দেওয়া হবে বলে জানান এই প্রকাশক। তিনি আরও জানান, দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীত পাণ্ডুলিপি অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না।
শাহমুব জুয়েল বলেন, গণমানুষের সমস্যা সংকট ও প্রকৃতি বিপর্যয় নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং চেষ্টা আছে ভালো কিছু করার। সমাজ-সভ্যতা নিয়ে প্রতিনিয়ত ভাবি এবং মনের ভেতরেও বুঁদ বুঁদ করে। এজগৎ সংসারে মানুষ যেন মানবিক ও আদর্শবান হয়ে ওঠে। বর্তমানে আমাদের মাঝে মহৎ ও চিন্তাশীল মানুষের বড় অভাব। যেহেতু সাহিত্য ভাবনাই উদ্দেশ্য, সেহেতু সৃজনশীল ও মননশীল ধারণা নিয়ে সাহিত্যে নতুনত্ব কিছু প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে। পুরস্কার তাতে কিছু উৎসাহ প্রদান করে। যারা এক্ষেত্রে উৎসাহ দেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে নিজেকে অপরাধী মনে হয়। তাই পুরস্কারপ্রাপ্ত ও প্রদানকারী সবার প্রতি অন্তর রাঙানো ভালোবাসা।