মেলায় আল্লামা তাকি উসমানীর ‘মুনাফিকের তরজমা’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নন্দিত লেখক মাওলানা মুনীরুল ইসলামের অনুবাদ গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’। ‘মুনাফিকের তরজমা’র মূল লেখক পাকিস্তানের আল্লামা মুফতি তাকি উসমানী।
চারটি বয়ানের সংকলন বইটি। তিনটি বয়ান করেছিলেন পাকিস্তানের গুলশান ইকবালের বায়তুল মোকাররম জামে মসজিদে। আরেকটি বয়ান করেন একটি মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে। এই বয়ানগুলো পরবর্তী সময়ে উর্দু ভাষায় ভিন্ন ভিন্ন রিসালা আকারে প্রকাশিত হয়। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি নন্দিত লেখক মাওলানা মুনীরুল ইসলাম সেগুলো দক্ষ হাতে অনুবাদ করেছেন।
এতে উঠে এসেছে মুনাফিকের বিস্তারিত পরিচয়, তাদের আলামত, চরিত্র ও পরিণতি, মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই প্রসঙ্গ ইত্যাদি।
বই : মুনাফিকের তরজমা
মূল : মুফতি তাকি উসমানী
অনুবাদ : মুনীরুল ইসলাম
প্রকাশক : সিদ্দিকীয়া পাবলিকেশন্স
স্টল নম্বর : ৩৫৯, ৩৬০, ৩৬১
প্রকাশকাল : একুশে বইমেলা ২০২৫
পৃষ্ঠা : ১৬০
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
প্রচ্ছদ : সৃষ্টি ডিজাইন