বইমেলায় আহমেদ শরীফের দুটি বই

কবি, লেখক ও সাংবাদিক আহমেদ শরীফের নতুন দুটি বই প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলায়। ইনফরমেটিভ, সায়েন্স ফিকশন ‘পরিযায়ী’ পাঠককে পড়ার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে।
বইটিতে গেল বছরের আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ তথ্য, প্রাকৃতিক বিপর্যয়ের খবর যেমন আছে, তেমনি থাকছে একটি প্রেমিক যুগলের কাহিনি। আর বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কারা কাজ করছে, কল্পনার মিশেলে তার একটি কন্সপিরেসি থিওরি দেওয়া হয়েছে।
বইয়ের প্রচ্ছদ করেছেন সোনিয়া আক্তার, দাম ২৪০ টাকা। প্রকাশ করেছে নৃ প্রকাশন। পাওয়া যাচ্ছে ১৯৫ নং স্টলে।
একই স্টলে নৃ প্রকাশনের উদ্যোগে আহমেদ শরীফের আরও একটি বই ‘অসময়ের ছবিকাব্য’ প্রকাশ হয়েছে। চারপাশে কিছু ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনের অনেক ছবি আমাদের মনে ভাবাবেগের জন্ম দেয়, কবিতার জন্ম দেয়। তেমন কিছু ছবি নিয়ে ভিন্নধারার কাব্যগ্রন্থ এটি।
এ বইটিরও প্রচ্ছদ করেছেন সোনিয়া আক্তার, দাম ২৪০ টাকা।
এসএসএইচ