লেখককে বিতাড়িত করার প্রতিবাদে বাম সংগঠনের বিক্ষোভ

অমর একুশে বইমেলায় জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদে শতাব্দী ভব নামের একজন লেখক দর্শনার্থীদের রোষানলে পড়েছেন। পরে দর্শনার্থীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয় এবং সব্যসাচী স্টল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বইমেলায় বিক্ষোভ করেছেন বাম ছাত্র সংগঠনের নেতারা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় তারা বইমেলার টিএসসি গেট থেকে মিছিল নিয়ে বইমেলা প্রদক্ষিণ করে সব্যসাচী স্টলের সামনে জড়ো হন। বিক্ষোভ মিছিলে ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, আজকে বইমেলায় একটা নৃশংস ঘটনা ঘটেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সরকার বারবার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হামলার জন্য গতকাল একটা গোষ্ঠী অনলাইনে পাঁয়তারা করেছে। কিন্তু প্রশাসন বইমেলার নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এমন দেশ চাইনি। আমরা চেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, চেয়েছিলাম জনগণের নিরাপত্তা। আমরা এই ইন্টেরিম সরকারকে ধিক্কার জানাই।
ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মাহির শাহরিয়ার রেজা বলেন, একদল উগ্রবাদী মব সৃষ্টি করে স্টলটি বন্ধ করে দিয়েছে। আমরা একদল শিক্ষার্থী এর প্রতিবাদ জানাই। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিলাম। কিন্তু এই সরকার সেই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সুযোগ দিচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম বাংলা একাডেমির নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করবে কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। ৫ আগস্টের পর মাজার ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলায় চুপ ছিল। এই সরকারের লোকজনরা এই দায় এড়াতে পারবে না।
কেএইচ/জেডএস