বইমেলায় সাব্বির জাদিদে’র ‘একটি গোলাপের জন্য’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে লেখক, কথাসাহিত্যিক সাব্বির জাদিদের গল্পগ্রন্থ একটি গোলাপের জন্য। জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে লেখা হয়েছে এর গল্পগুলো।
লেখক সাব্বির জাদিদ গল্প লেখেন সময়ের ওপর দাঁড়িয়ে। তার হাতে কলম হয়ে ওঠে ক্রুশকাঁটা। ক্রুশকাঁটা দিয়ে তিনি বুনন করেন সময়। নকশা তোলেন মনন রেখায়। তাতে ফুটে ওঠে সময়ের ছবি।
রূপকথার মতো চব্বিশের গণঅভ্যুত্থান ও এর ক্ষরণ নিয়ে লেখা হয়েছে বইটি। জুলাই-আগস্টের নৃশংসতা ও দেশের জন্য মানুষের আত্মত্যাগকে সাব্বির জাদিদ তুলে এনেছেন গল্পের সুষমায়।
জুলাই বিপ্লবের ক্ষত এখনো আমাদের শরীরে ও মননে দগদগে। এমন সময় রচিত হলো 'একটি গোলাপের জন্য'। দিন যত যাবে জুলাই ততই স্মৃতি হয়ে উঠবে। তবে এই গ্রন্থ জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে সাহায্য করবে বহুকাল।
বই পরিচিতি
বই : একটি গোলাপের জন্য।
লেখক : সাব্বির জাদিদ।
ধরন : লাল জুলাইয়ের (১০টি) গল্প।
প্রচ্ছদ : কাজী যুবায়ের মাহমুদ।
প্রকাশক : ঐতিহ্য।
পৃষ্ঠা : ৯২
মুদ্রিত মূল্য : ২১০
প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০২৫