ইসলামি বইমেলায় ‘ম্যাগাজিন উৎসব’ অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে এক মাসব্যাপী ইসলামি বইমেলা। প্রথমদিকে তেমন পাঠক সমাগম না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে বইমেলা। ছুটির দিন শুক্রবার (১৩ অক্টোবর) বইমেলায় ছিল পাঠকের উপচেপড়া ভিড়। এ দিন মেলায় নবীন-তরুণ সাহিত্য অনুরাগীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাগাজিন উৎসব’।
নয়া প্রভাতের আয়োজনে লিটলম্যাগের সমন্বিত প্লাটফর্ম ‘লিটলম্যাগ আন্দোলন’-এর উদ্যোগে ম্যাগাজিন উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শনারীর সম্পাদক, মাওলানা আবুল হাসান শামসাবাদী। বিশেষ অতিথি ছিলেন, কবি ও ঔপন্যাসিক সায়ীদ উসমান, শিশু সাহিত্যিক নকীব মাহমুদ, লেখক মুফতী আব্দুল্লাহ ফিরোজী।
সাঈদ আবরার ও এনায়েতুল্লাহ ফাহাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন তাশরিফ মাহমুদ ও জায়েদ খান। ম্যাগাজিন উৎসবে অংশগ্রহণ করেছে ২০টি ম্যাগাজিন। এ সময় মোড়ক উন্মোচন হয় আরও বেশ কয়েকটি লিটলম্যাগের।
আরও পড়ুন
অনুষ্ঠানে সম্পাদক মত-বিনিময় অধিবেশনে বক্তব্য রাখেন, উবাইদুল হক খান, যায়েদ খান, রিজওয়ান আবু জর, সাজ্জাদুর রহমান, আরাফাত নুর, আব্দুস সামাদ আজিজ, সোহাইল মারজান, মাহমুদ হাসান, কিফায়াতুল্লাহ বিন সাইফ, উবায়দুল্লাহ মাহমুদ, এফাজ মোবারক, রুহুল আমিন, হুসাইন মোহাম্মদ, লাবীব হুমাইদী, আব্দুল্লাহ আল মামুন, ইসহাক আমীন, রহমতুল্লাহ রিফাত, মুর্শিদুল আলম, শফি মাহমুদসহ আরও অনেকে।
এনটি