মিশুক স্বভাবের হতে চাইলে
মানুষের সঙ্গে সহজে মিশতে পারা একটি ভালো গুণ। অন্তর্মূখী মানুষের চেয়ে মিশুক স্বভাবের মানুষকে সবাই বেশি পছন্দ করে। আর সেজন্য সামাজিক হওয়া জরুরি। হাসিখুশি ও প্রাণবন্ত থাকলে দূরে থাকা যায় নানা শারীরিক ও মানসিক অসুস্থতা থেকেও। সামাজিক হওয়ার জন্য যেসব গুণ থাকা প্রয়োজন সেসব সম্পর্কে এখানে বলা হলো-
মানুষের সঙ্গে মিশুন
সামাজিক হতে হলে মানুষের সঙ্গে বেশি বেশি মিশতে হবে। বন্ধু তৈরি করতে হবে। যেকোনো অনুষ্ঠানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। নিজের মধ্য থেকে জড়তা দূর করে ফেলুন। মানুষের সঙ্গে মিশলে একাকিত্ব থাকে না।
হাসিখুশি থাকুন
সামাজিক হওয়ার জন্য সবসময় হাসিখুশি থাকা জরুরি। হাসিখুশি ও প্রাণবন্ত মানুষকে সবাই পছন্দ করে থাকে। মানুষের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করলে মানুষ একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে।
শরীরের ভাষা প্রয়োগ করুন
কথা বলার সময় শুধু মুখে না বলে ইশারা-ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায়। এতে অন্য মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। খোলা মনের স্পষ্টভাষী মানুষকে সবাই পছন্দ করে। সামাজিক হওয়ার জন্য কথা বলার সময় মুখে হাসি থাকতে হবে।
নিমন্ত্রণ
মানুষের সঙ্গে কথা বলার সময় আপনার বাসায় আসার নিমন্ত্রণ করুন। এতে অন্য মানুষের মধ্যে আপনার সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হবে। তখন তিনি আপনাকে তার কাছের মানুষ হিসেবেও ভাবতে পারেন।
আড্ডায় অংশ নিন
সামাজিক হওয়ার জন্য বন্ধুদের সঙ্গে আড্ডা হতে পারে কার্যকরী উপায়। বন্ধুদের সঙ্গে আড্ডায় অনেক প্রসঙ্গেই কথা হয়ে থাকে। এসব কথার মধ্য দিয়েও নিজেকে ব্যস্ত রাখা যায়। এভাবে নিজেকে সামাজিক করে তোলা যায়।
এইচএকে/এইচএন/এএ