আপনার স্বামী কি প্রতারণা করছে? বুঝবেন যেভাবে
সম্পর্কে বিশ্বাসঘাতকতা হলো প্রতারণার একটি রূপ, এটি নিজের সঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গে মানসিক বা শারীরিক ঘনিষ্ঠতায় প্রবেশ করাকে বোঝায়। এটি অবশ্যই বিশ্বাসের লঙ্ঘন যা সঙ্গীর আবেগে কঠোরভাবে আঘাত করে। অনেকেই আছেন যারা না বুঝেই সঙ্গীকে সন্দেহ করেন। অনেকে আবার চোখের সামনে প্রমাণ পেয়েও বুঝতে পারেন না। সবাই যে একই উপায়ে প্রতারণা করে, তা কিন্তু নয়। তবে কিছু বিষয় মিলে যেতে পারে। তাই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-
অস্বাভাবিক মিষ্টি আচরণ
আপনার স্বামী কি হঠাৎই অত্যধিক মিষ্টি আচরণ করছে এবং আপনার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার অভিনয় করছে? কিন্তু আপনার কোথাও একটা অস্বাভাবিক মনে হচ্ছে? এটি আপনার জন্য একটি সতর্কতা হতে পারে। সে এই ধরনের কাজ দ্বারা অপরাধের জন্য ক্ষতিপূরণ বা বাস্তব পরিস্থিতি থেকে আপনার মনোযোগ সরানোর চেষ্টা করতে পারে। তবে এটুকু দেখেই কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না, শুধু এই পরিবর্তনের কারণটা বোঝার চেষ্টা করুন। যদি সত্যিই তার ইতিবাচক পরিবর্তন হয় তবে অযথা সন্দেহ করে জীবনে ঝামেলা বাড়াবেন না।
মোবাইল বা ল্যাপটপ নিয়ে অতিরিক্ত সতর্ক
যদি আপনার স্বামী তার সেলফোন বা ল্যাপটপ নিয়ে এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে ওঠে, তবে আপনি তাকে বিশ্বাসঘাতকতার সন্দেহ করতে পারেন। পাসওয়ার্ড পরিবর্তন করা, সব সময় তার ডিভাইসগুলোকে লক করে রাখা এবং আপনি কখনো তার কোনো ডিভাইস ব্যবহার করতে গেলে রক্ষণাত্মক হয়ে ওঠার মানে তার লুকানোর কিছু আছে।
আরও পড়ুন
কোয়ালিটি টাইম না কাটানো
আপনাদের একসঙ্গে কাটানো সুন্দর সময়গুলো এখন কেবলই স্মৃতি? সে কি আর আপনার সঙ্গে সময় কাটাতে চাচ্ছে না বা আপনি আগ্রহ দেখালেও বিরক্ত হচ্ছে? আপনার স্বামী যদি সবসময় ব্যস্ত থাকে, পরিকল্পনা বাতিল করতে থাকে তাহলে হয়তো সে তার সময় এবং শক্তি অন্য জায়গায় ব্যয় করছে। শুধু এই পরিবর্তনগুলো নিয়ে তার সঙ্গে কথা বলুন। এর ব্যাখ্যা অবশ্যই আপনার জানা জরুরি।
মিথ্যা এবং অজুহাতে অসঙ্গতি
আপনার স্বামীর কথার ভেতরে অসঙ্গতি বৃদ্ধি একটি বিশাল সতর্কবার্তা হতে পারে। সে যদি বেশিরভাগ সময়েই অসঙ্গতিপূর্ণ কথা বলে তাহলে ধরে নেবেন সে কোনোকিছু লুকানোর জন্যই এমনটা করছে। বিষয়টি ভালো করে বোঝার জন্য অসঙ্গতিপূর্ণ কথাটুকুই তার কাছ থেকে আরেকবার ভালো করে জানতে চান। এতে হয় সে প্রথমবারের মতো গুছিয়ে বলতে পারবে না কিংবা হঠাৎই প্রচণ্ড রেগে যাবে। তবে যা-ই ঘটুক না কেন, মাথা ঠান্ডা রেখে সমাধান বের করুন।
প্রশ্ন করলে এড়িয়ে যাওয়া
যদি আপনার স্বামীকে প্রশ্ন করলেই এড়িয়ে যায় বা তার প্রতিক্রিয়াগুলো খুব অস্পষ্ট থাকে, তখন তাতে তার অবিশ্বস্ততা ফুটে ওঠে। মিথ্যা এড়াতে এ ধরনের ফাঁকিবাজি করা হয়। স্বামীর সঙ্গে সরাসরি কথা বলুন এবং এ ধরনের আচরণের সমাধানের জন্য তার সহায়তা চান। আস্থা এবং স্বচ্ছতা এই ধরনের যেকোনো সমস্যার জন্য সবচেয়ে বড় প্রতিকার।
এইচএন