স্ত্রীর প্রতি দায়িত্বশীল হতে চান? এই কাজগুলো করুন
নারীর মন কী চায়? অধিকাংশ পুরুষের অভিযোগ থাকে যে, স্ত্রীর মন তারা বুঝতে পারে না। কোনো মানুষই আসলে অন্যের মন পুরোপুরি বুঝতে পারে না। তাই একতরফা স্ত্রীদের দোষ দিয়ে লাভ নেই। আপনার মনের সব খবরও কি আপনার স্ত্রী জানেন? তাই এত হিসাব-নিকাশ বাদ দিয়ে আসতে হবে সহজ পথে। এমনকিছু সহজ কাজ করতে হবে যেগুলো আপনাকে তার প্রতি দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করে। তাহলেই দেখবেন জীবন আরও সুন্দর হয়ে উঠবে। কী সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক-
১. তার পাশে থাকুন
অনেক সময় নারী তার সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ বোধ নাও করতে পারেন যদি তার সঙ্গী পারিবারিক দ্বন্দ্ব বা কঠিন সময়ে তার পাশে না দাঁড়ায়। আপনার সঙ্গীর পাশে দাঁড়ানোর অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়েও অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা। তাই তার পাশে থাকুন।
২. তার প্রতি স্নেহশীল হোন
উষ্ণ আলিঙ্গন বা কপালে মৃদু চুম্বন, শারীরিক এসব ছোট ছোট স্পর্শ আপনার স্ত্রীকে সম্পর্কের ভেতরের ভালোবাসা বোধ করতে সাহায্য করবে। আরও স্নেহপূর্ণ এবং যত্নশীল হোন। এতে আপনার স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আরও আশ্বস্ত বোধ করবেন।
৩. কোয়ালিটি টাইম কাটান
রোমান্টিক গেটওয়ে এবং ডেট নাইট আপনাদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে। কোয়ালিটি টাইম কাটালে তা আপনার স্ত্রীকে আরও বেশি খুশি করবে। তিনি সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ বোধ করবেন। এটি প্রমাণ করবে যে, আপনি তার সঙ্গ উপভোগ করেন এবং তার আশেপাশে থাকতে পছন্দ করেন। ইতিবাচক কথোপকথন সম্পর্ককে দৃঢ় করে।
আরও পড়ুন
৪. উৎসাহ ও অনুপ্রেরণা দিন
আপনার কাছ থেকে ক্রমাগত অনুপ্রেরণা এবং উৎসাহ অনেক সমস্যার সমাধান করতে পারে। উৎসাহ মানসিক সমর্থন দেয় এবং গভীর ঘনিষ্ঠতা তৈরি করে। আপনি যে তার প্রতিভায় বিশ্বাস করেন, এটি তারই প্রমাণ। তাই তাকে উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন। তার কাজগুলো সহজ হবে।
৫. সহজ হোন
সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব সহজ থাকুন। আপনি যেমন করে সাজাবেন, জীবন তেমনই। তাই অযথা জটিলতা টেনে আনবেন না বা তৈরি করবেন না। আপনার এই সহজ থাকার অভ্যাস সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাসের বোধ তৈরি করবে। নিজের পাশাপাশি তার দৃষ্টিকোণ থেকেও যেকোনো বিষয় বোঝার চেষ্টা করা করুন। এতে দু’জনের মধ্যে বোঝাপড়া আরও সহজ হবে।
এইচএন