লেবু ইলিশ রান্নার রেসিপি
সুস্বাদু মাছের মধ্যে ইলিশ অন্যতম। এই মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ইলিশ দিয়ে রান্না করা যেকোনো পদই খেতে দারুণ লাগে। এই মাছ দিয়ে তৈরি করতে পারেন ব্যতিক্রম স্বাদের বিভিন্ন পদ। তেমনই একটি পদ হলো লেবু ইলিশ। এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক লেবু ইলিশ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছ- ৬-৭ টুকরা
পেঁয়াজ বাটা- ১ কাপ
তেল- আধা কাপ
হলুদ- সামান্য
আস্ত কাঁচা মরিচ ফালি- ৪-৫টি
লবণ- পরিমাণমতো
লেবুর রস- কোয়ার্টার কাপ
আদা বাটা- ১ চা চামচ
লেবুর খোসা (গ্রেট করা)- আধা চা-চামচ।
যেভাবে তৈরি করবেন
লেবুর খোসা বাদে সব উপকরণ মাখিয়ে মাছের টুকরোগুলো ৩০ মিনিট রেখে দিন। মেরিনেট করা মাছ মৃদু আঁচে চুলায় বসিয়ে ঢেকে দিন। ৭-৮ মিনিট পর মাছগুলো উল্টে দিয়ে আবার ঢেকে দিন। মাখা মাখা হলে লেবুর খোসা ছড়িয়ে নামিয়ে নিন।