করোনার টিকায় যাদের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
করোনাভাইরাস মহামারির সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ চলমান। দেশে শুরু হয়েছে লকডাউন। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার টিকা দেওয়া হলেও তা এখনও পর্যাপ্ত নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। এই মহামারি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে তা জানা নেই কারও। তবে উদ্বিগ্ন না হয়ে যত্নশীল হতে হবে নিজেকে সুস্থ রাখার প্রতি। করোনাভাইরাসের টিকা আশার আলো হয়ে এলেও অনেকে টিকা নেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় করছেন। তবে সবার ক্ষেত্রে নয়, কারও কারও ক্ষেত্রে টিকা নেওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?
করোনাভাইরাসের টিকা নেওয়ার পরে বমি বা বমি বমি ভাব, ফোলাভাব, জ্বর, ক্লান্তি বা পেশীতে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে ব্যথা এবং টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া সমস্যা দেখা গেছে। কেউ কেউ জ্বরে আক্রান্ত হয়েছেন। যাদের বয়স ষাট বছরের বেশি তাদের ক্ষেত্রে দুর্বলতা বা ক্লান্তি দেখা গেছে। এছাড়াও কারও কারও টিকা দেওয়ার স্থানে চুলকানি হতে দেখা গেছে।
গবেষণা বলছে, টিকা দেওয়ার পরে সবার ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া সামান্য বেশি হতে পারে। এর প্রভাব বেশি পড়তে পারে নারী ও যুবকদের মধ্যে। পাশাপাশি সমস্যা হতে পারে যারা আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে। তাই টিকা নেওয়ার আগে ও পরে আরও বেশি সচেতন হওয়া জরুরি।
নারীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি
নতুন এক গবেষণা বলছে, করোনাভাইরাসের টিকা গ্রহণের পর পুরুষের তুলনায় নারীর বেশি ঝুঁকি রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার। সেন্টার অব ডিজিজ কন্ট্রোল এর পরিচালিত এক গবেষণায় বিভিন্ন বয়সের মানুষের টিকা দেওয়া হয়েছে। এরপর দেখা গেছে, টিকা গ্রহণকারী নারীদের মধ্যে ৭.৯৯ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনার টিকা নারীর শরীরে পৌঁছানোর পরে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলক দ্রুত সাড়া দেয়। ফলে দেখা দিতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া।
যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন
কোভিড সিম্পটম অ্যাপ এর জরিপ অনুসারে, যারা পূর্বেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা টিকা নেওয়ার পরে টিকার স্থানে জমাট বাঁধার পাশাপাশি পুরো শরীরেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যারা করোনাভাইরাসে আক্রান্ত হননি, টিকা দেওয়ার পরে তাদের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
তরুণদের ক্ষেত্রে
টিকা নেওয়ার পরে সবচেয়ে বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তরুণদের ক্ষেত্রে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর কোচি শাখার দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, করোনার টিকা নেওয়ার পরে বয়স্কদের তুলনায় তরুণদের ক্ষেত্রে বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এই সমীক্ষায় অন্তর্ভুক্ত ছিল মোট ৫৩৯৬ জন টিকা গ্রহণকারী। ২০-২৯ বছর বয়সী তরুণ ও ৮০-৯০ বছর বয়সী প্রবীণরা এতে অন্তর্ভুক্ত ছিলেন। ৮১ শতাংশ তরুণের ক্ষেত্রে টিকা নেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে এইচএন/এএ