রাখি উৎসব : বোন বা ভাইকে যে উপহার দিতে পারেন
এ বছর ৩০ ও ৩১ আগস্ট দুই দিন পালন করা হচ্ছে রাখি উৎসব। এটি ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ উৎসব। এই উৎসবে ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধেন বোনেরা। তেমনি বোনকে সারা জীবন সব জটিল পরিস্থিতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভাইয়েরা। সঙ্গে হয় মিষ্টি মুখ ও উপহার বিনিময়।
উপহার দেওয়ার ক্ষেত্রে যেসব জিনিস বেছে নিতে পারেন
# ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। ঘর সাজাতে অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। ছোট মাপের ও সুন্দর গাছ উপহার দিন আপনার ভাইকে। অথবা বোনকেও দিতে পারেন এই জিনিস।
# পোশাক উপহার দিতে পারেন। মেয়েদের জন্য কুর্তি অথবা ওয়ান পিস আর ছেলেদের জন্য টিশার্ট ভালো অপশন। তবে দিনটি স্পেশ্যাল করে তুলতে চাইলে অথবা ইউনিক কিছু দিতে চাইলে নিজেদের ছবি প্রিন্ট করে টিশার্ট গিফট করুন।
# কফি মগ দিতে পারেন। আপনার ও আপনার প্রিয় ভাইয়ের ছবি প্রিন্ট করিয়ে উপহার দিন। এটা রাখি উৎসবের সেরা উপহার হতে পারে।
# ফটোফ্রেম দিতে পারেন। দুজনের ছবি প্রিন্ট করে তা ল্যামিনেট করে উপহার দিন। এতে ভাইবোনের সম্পর্ক হবে আরও মজবুত। রাখি উৎসবের সেরা উপহার হতে পারে।
# কিংবা, হেডফোন অথবা ঘড়ি উপহার দিতে পারেন। এই ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য কম-বেশি সবাই পছন্দ করে। আর বাজেট বেশি থাকলে কিনতে পারেন মোবাইল। এই উপহার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগের রাস্তা আরও সহজ করে তুলবে। এতে মজবুত হবে সম্পর্ক।
# স্মার্ট ওয়াচ দিতে পারেন। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেশ দেখা যাচ্ছে। এটি এক ফ্যাশনে ইন। এমন উপহার দিতে পারেন।
এছাড়া চকলেট বা ড্রাই ফ্রুটসের অপশন তো আছেই। বিভিন্ন সুসজ্জিত বক্সে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পছন্দমতো কিনে নিন।
জেডএস