সোশ্যাল মিডিয়ায় সঙ্গীকে নিয়ে যা পোস্ট করবেন না
বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা বুঝে না বুঝে অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি। কিন্তু এটি মোটেও ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় যেকোনো জিনিস পোস্ট করার আগে চিন্তা করা উচিত। বিশেষত সঙ্গীকে নিয়ে সবকিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক, সোশ্যাল মিডিয়ায় সঙ্গীকে নিয়ে যা পোস্ট করা উচিত নয়-
অনুমতি ছাড়া ব্যক্তিগত কিছু পোস্ট করা
বর্তমানে সঙ্গীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভালোবাসার প্রকাশ একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকে সঙ্গীর অনুমতি না নিয়েই এই কাজটি করে থাকেন। এটি মোটেও ঠিক নয়। যেকোনো ছবি প্রকাশের আগে অবশ্যই তার কাছে অনুমতি নিয়ে নিতে হবে। ছবি ছাড়াও সঙ্গীর ব্যাপারে কোনো কিছু লিখে পোস্ট করার আগেও তার অনুমতি নেওয়া উচিত।
যা উপহার দেন
আপনি যখন সঙ্গীকে কোনোকিছু উপহার দেন, তখন সেসবের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয়। তবে এটি অনেকেই করে থাকেন। এর মাধ্যমে আপনার সঙ্গীর ধারণা হতে পারে, আপনি তাকে ভালোবাসার থেকে অন্যদের কাছে ভালোবাসা প্রদর্শনে বেশি আগ্রহী। তাই এটি এড়িয়ে চলাই ভালো।
সঙ্গীকে নিয়ে সব অনুভূতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয়
প্রিয় মানুষের জন্য আপনার বিভিন্ন ধরনের অনুভূতি থাকবে এটাই স্বাভাবিক। এগুলো তাকেই জানানো উচিত। কিন্তু অনেকেই এইগুলো তাকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। রাগ, ভালোবাসা, অভিমান বিভিন্ন ধরনের অনুভূতি হতে পারে। এইগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে এড়িয়ে চলাই ভালো।
ব্রেকআপ নিয়ে কোনো কিছু বলা
অনেকেই ব্রেকাপের পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা লিখে থাকেন। সঙ্গীকে নিয়ে বাজে মন্তব্য করে থাকেন। তাকে নিয়ে হাসি-তামাশাও করে থাকেন। অনেকেই তাকে নিয়ে দুঃখের কথাও বলে থাকেন। কিন্তু এটি মোটেও ঠিক নয়। এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে।
ও মাই হেলথ অবলম্বনে