ভুল পুরুষকে বিয়ে করেছেন কি না বুঝবেন যেভাবে
একজন ভুল সঙ্গী একটি জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। একজন ভুল মানুষের সঙ্গে জড়িয়ে গেলে বাকি জীবন নানা দুঃখ-কষ্টে কাটাতে হয়। তাই ভুল মানুষের সঙ্গ যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততই ভালো। অথবা যদি সম্ভব হয় তাহলে ধৈর্য নিয়ে, তাকে ভালোভাবে বুঝিয়ে ঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। সমস্যা যত দ্রুত বুঝতে পারবেন, সমাধান ততই সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক কখন বুঝে নেবেন যে আপনি একজন ভুল পুরুষকে বিয়ে করেছেন-
সারাক্ষণ চেচামেচি করেন
আপনার স্বামীর চিৎকার-চেচামেচিতে আশেপাশে কাক-পক্ষীও বসতে পারে না? একটুতেই শুরু করেন ঝগড়াঝাটি? যখন-তখন তেড়ে আসেন গায়ে হাত তুলতে? এগুলো দেখলে আর বুঝতে বাকি থাকার কথা না যে আপনি ভুল পুরুষকে বিয়ে করেছেন। তাই এ ধরনের কোনো লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান। শুরুতেই সম্পর্ক ভাঙার কথা না ভেবে কী করলে ঠিক হবে তা ভেবে দেখুন।
অলস
অলসতাকে আপনার প্রাথমিকভাবে খুব একটা বড় সমস্যা মনে নাও হতে পারে। কিন্তু দিন যত গড়াবে, এর ফল টের পেতে শুরু করবেন। সব কাজেই যদি তিনি অলসতা দেখান তবে সতর্ক হোন। তাকে ভালোভাবে বুঝিয়ে সঠিক পথে আনার চেষ্টা করুন। হয়তো তিনি অলসতা ঝেড়ে ফেলে কাজেও ফিরতে পারেন। আর যদি অনেক চেষ্টার পরেও পরিবর্তন আনতে না পারেন তবে সম্পর্ক নিয়ে ভেবে দেখার অবকাশ তো রয়েছেই।
অবিশ্বাস
সম্পর্কে অবিশ্বাস থাকলে সেই সম্পর্ক এগিয়ে নেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। এমন অনেক পুরুষ আছেন যারা স্ত্রীকে মোটেই বিশ্বাস করতে চান না। যা-ই করা হোক না কেন, তারা স্ত্রীকে সব সময় সন্দেহ করতে থাকেন। এমন মানুষের সঙ্গে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন, শেষে এসে হতাশ হতেই হবে। তাই সম্পর্কে অবিশ্বাস ঢুকলে তা দূর করার ব্যবস্থা করুন। নয়তো ভুল মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন ভোগাবে।
পরকীয়া
বিয়ের পরও অন্য কোনো নারীর সঙ্গে যদি তার সম্পর্ক থাকে তবে সেই পুরুষটি অবশ্যই আপনার জন্য ভুল। পরকীয়ার ফল সুখকর হয় না। সঠিক মানুষ হলে তিনি আপনার প্রতিই অনুরক্ত থাকতেন। অন্য কোথাও সম্পর্কে জড়াতেন না। এরকম ক্ষেত্রে আপনাকে শুরুতেই কঠোর হতে হবে। এটি ছাড় দিয়ে চলার মতো কোনো বিষয় নয়। এমন পুরুষের সঙ্গে সারাজীবন কাটানো অসম্ভব হয়ে উঠবে। তাই সম্ভব হলে তাকে ক্ষমা করে সুপথে নিয়ে আসার চেষ্টা করুন নয়তো তার সঙ্গ ত্যাগ করুন।
নেশা থাকলে
একটি পরিবার ধ্বংস করার জন্য নেশাগ্রস্ত একজন মানুষই যথেষ্ট। যারা নেশা করেন, তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তারা আপনজনের কোনো পরোয়া করে না। তখন যা খুশি তাই করতে পারেন। আপনার স্বামীর যদি মদ্যপান করা বা এ জাতীয় কোনো নেশা থাকে তবে সতর্ক হোন। তার সঙ্গে আপনার ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করে নেই।