অটুট থাকুক ভালোবাসার বন্ধন
যত্ন পেলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে। ভালোবাসার সম্পর্কও এর ব্যতিক্রম নয়। ভালোবাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে হতে হবে আরও বেশি যত্নশীল। এক্ষেত্রে প্রচেষ্টা থাকতে হবে দুজনেরই। একে অন্যের দোষ না খুঁজে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে। ভালোবাসা দীর্ঘস্থায়ী করতে প্রেমিককে জানতে হবে কিছু কৌশল। যার মাধ্যমে ভালোবাসার সম্পর্ক অটুট থাকবে আজীবন।
সুমিষ্টভাষী হোন
ভালোবাসার সম্পর্ক স্থায়ী করতে সুমিষ্টভাষী হতে হবে। অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। শুদ্ধ উচ্চারণে প্রেমিকার ব্যাপক প্রশংসা করতে হবে। সেই সঙ্গে তার আস্থাভাজন হতে হবে। শুদ্ধ উচ্চারণে যারা কথা বলতে পারেন তারা অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে থাকেন। শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আবৃত্তির বিভিন্ন কোর্স করতে পারেন।
ধৈর্যশীল থাকুন
ভালোবাসার সম্পর্কে মাঝেমধ্যে টুকিটাকি বিষয় নিয়ে কথা কাটাকাটি বা ঝগড়া হবেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় উভয়পক্ষের ধৈর্য ও ছাড় দেয়ার মানসিকতা না থাকলে ভালোবাসার সম্পর্ক স্থায়ী হয় না। ভালোবাসাকে মজবুত করার জন্য ধৈর্যশীল থাকা জরুরি। প্রেমিকার কথা মেনে নিন। বিপদে তার পাশে থাকুন। আর যখন তার সঙ্গে ঝগড়া হবে তখন চুপ থাকাই ভালো। এতে যে কোনো ধরনের জটিল পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। কথায় আছে- রেগে গেলেন তো হেরে গেলেন। সুতরাং রাগ না করে ধৈর্য ধরাই শ্রেয়।
অনুমতি নিন
মাঝেমধ্যে কোনো কাজ করার আগেও প্রেমিকার অনুমতি নিন। এর মাধ্যমে তার প্রতি আপনার সম্মানবোধ তৈরি হবে। তার মতামতের গুরুত্ব দিলে সেও আপনাকে ভালোবাসবে। আবার আপনার প্রতি তার তৈরি হবে বাড়তি মনোযোগ। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে দুজনের বাড়তি মনোযোগ অনেক জরুরি। একসঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করলে সবসময় সে কী চায় সেদিকে খেয়াল রাখুন।
নিজের মতো থাকতে দিন
প্রেমিকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের মতো থাকতে দিন। তার অবস্থান, চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গীকে সম্মান করুন। তার কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না। মেয়েরা ঝগড়াটে ছেলেদের পছন্দ করে না। তারা সবসময় নিজের মতো থাকতে চায়। ভালোবাসার সম্পর্ক স্থায়ী করতে তাকে অবশ্যই নিজের মতো থাকতে দিন। মেয়েদের কোনো কাজে হস্তক্ষেপ করলে তারা ভীষণ রেগে যায়।
সিদ্ধান্ত মেনে নিন
জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেমিকার নেয়া সিদ্ধান্ত মেনে নিন। সে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না। তার সিদ্ধান্ত নিয়ে খারাপ কথা বললে সে মন খারাপ করবে। অনেক ক্ষেত্রে রেগে যেতে পারে। এতে তৈরি হবে জটিল পরিস্থিতি। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তার সিদ্ধান্ত মেনে নিলে প্রেমের সম্পর্ক স্থায়ী রূপ লাভ করবে।
এইচএকে/এএ