লাচ্ছা পরোটা তৈরির রেসিপি
লাচ্ছা পরোটা খেতে পছন্দ করেন নিশ্চয়ই? খেতে খেতে ভাবেন, এটি তৈরি করতে বুঝি অনেক পরিশ্রম। আসলে কিন্তু তা নয়। রেসিপি জানা থাকলে এই পরোটা তৈরি করা বেশ সহজ। গরম গরম লাচ্ছা পরোটা খেতে পারেন সবজি, ডাল কিংবা মাংসের তরকারির সঙ্গে। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ময়দা
লবণ
সয়াবিন তেল
সামান্য চিনি
ঘি
হালকা গরম পানি।
যেভাবে তৈরি করবেন
পরিমাণ মতো ময়দা নিন। এবার তাতে সামান্য লবণ, সামান্য চিনি এবং কয়েক চামচ তেল দিন। হালকা গরম পানি দিয়ে মাখাতে থাকুন। ভালো করে মাখিয়ে পরোটার ডো তৈরি করুন। এবার ডো থেকে পরোটার মাপ অনুযায়ী ভাগ করে নিন। একটি করে ভাগ নিয়ে রুটি বেলে নিন। রুটিতে কিছু ময়দা ছিটিয়ে রোল করে নিন। এবার গোল করে পেঁচিয়ে নিন। হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন।
এবার বেলতে থাকুন। রুটির মতো করে বেলুন। এবার ঘি বা তেলে ভেজে নিন। দুই পিঠ ভালো করে ভেজে নিন। সোনালি হয়ে এলে তুলে পরিবেশন করুন।