কেরানীগঞ্জের ওয়াসিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
কেরানীগঞ্জের ওয়াসিম হত্যা মামলার রায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছা এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিদের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আব্দুল বাতেন, মো. জাহাঙ্গীর আলম, মো. পলক রহমান ওরফে ডেঞ্জার সাগর ও পাপ্পু। এদের মধ্যে জাহাঙ্গীর ও পাপ্পু পলাতক। অপর দুই আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ এপ্রিল ওয়াসিমকে বাবু বাজার থেকে ডেকে কেরানীগঞ্জের একটি কারখানায় নিয়ে আসে বাতেন ও পাপ্পু। এরপর সজীব, পাপ্পু ও বাতেন ওয়াসিমকে ধরে রাখে এবং পলক গেঞ্জি দিয়ে ওয়াসিমের মুখ, হাত, পা বেঁধে ফেলে। এরপর তাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৪ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ২৪ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
আরএইচ/আরএইচ