দুলুসহ বিএনপির ১১৬ নেতাকর্মীর আগাম জামিন
নাটোরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির ১১৬ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১ ডিসেম্বের) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ২ নভেম্বর নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির নামে মামলা করে পুলিশ। মামলার ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
নাটোর সদর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর চার শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় পুলিশ বলেছে, ২২ নভেম্বর সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির কর্মীদের হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন। নেতাকর্মীরা পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। অথচ পুলিশ মিথ্যা অভিযোগে বিএনপির শত শত নেতাকর্মীকে আসামি করে মামলা দিয়েছে।
এমএইচডি/এসএম