প্রশ্নফাঁস : জনতা ব্যাংকের সিনিয়র অফিসারসহ ৩ জন রিমান্ডে
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকনসহ তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, সোহেল রানা ও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবেদ জাহিদ।
সূত্র জানায়, বৃহস্পতিবার বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক লিয়াকত আলী তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ব্যাংক থেকে বরখাস্ত করা হয়। প্রশ্নফাঁসের ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।
টিএইচ/আরএইচ