দুদকের তলব নোটিশের বৈধতা নিয়ে হাওলাদারের রিট
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি বলেন, আগামী ১০ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন হাওলাদারকে তলব করেছে দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছেন। সে রিটের অনুলিপি পেয়েছি। সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে, ২০১৯ সালে তাকে নোটিশ দিয়েছিলো দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। একই বছরের ৩ এপ্রিল ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
এমএইচডি/আরএইচ