সন্দ্বীপে মনিরুল হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ষোলশহর জেলেপাড়া এলাকায় মো. মনিরুল আলম খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দিয়েছেন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান। তিনি বলেন, আদালতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্যানাল কোডের ৩০২/৩৪ ধারায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের।
যে ১১ জনকে যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, ফারুক, ফুলি মিয়া, আশ্রাফ ও আবদুর রহমান।
পিপি আইয়ুব খান বলেন, রায় ঘোষণার সময় ৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আব্দুর রহমান ও আশ্রাফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ারা ইস্যু করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ জুলাই মো. মনিরুল ইসলামকে মগধরা ইউনিয়নের ষোলশহরের জেলেপাড়ায় কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন নিহতের ভাই রবিউল আলম সমীর মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। সাক্ষ্যগ্রহণ এবং আসামি ও বাদী পক্ষের শুনানি শেষে আদালত আজকে রায় ঘোষণা করেন।
কেএম/ওএফ