করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৭ আগস্ট) তার চেম্বারের জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ রানা বলেন, স্যার গতকাল করোনা পরীক্ষা করান। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে ওইদিন সন্ধ্যায়ই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ল পাস করে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।
চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এমএইচডি/জেডএস