পল্লবী থেকে গ্রেফতার ৩ জঙ্গি রিমান্ডে
রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার তিন জঙ্গিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম মোর্তোজা প্রত্যেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৭ জুলাই পল্লবী থানা সেকশন-৬ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, দুইটি ৯ ভোল্টের ব্যাটারি, দুইটি জিআই পাইপ, ৫টি গ্যাস ক্যান, ১৩ প্যাকেট লোহার বল, ২টি রিমোট কন্ট্রোল ডিভাইস, কালো রংয়ের চারটি ইলেকট্রিক টেপ ও ১১ পৃষ্ঠার ড্রোন তৈরির প্রিন্টেড নথি উদ্ধার করা হয়।
টিএইচ/এসকেডি