গ্রেফতারের ৪ দিনের মাথায় অমির দুই সহযোগীর জামিন
চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগীর রিমান্ড শেষে জামিন দিয়েছেন আদালত। গত ১৬ জুন তাদের গ্রেফতারের পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- বাছির ও মশিউর মিয়া। শনিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।
আদালতের দক্ষিণখান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন আসামিদের দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। এসময় তাদের পক্ষে আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবুল বাতেন জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন।
এর আগে গত ১৬ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে ওইদিন সকালে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বাছির ও মশিউর মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া ঢাকা পোস্টকে সে সময় বলেন, দক্ষিণখান থানাধীন আশকোনা হজ ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তুহিন সিদ্দিকী অমির। সে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা বাছির ও মশিউর মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গতকাল রাতে ঢাকা জেলা পুলিশ এসে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পাসপোর্ট জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর ঢাকা জেলা পুলিশ বাদী হয়ে পাসপোর্ট অ্যাক্টে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় বাছির ও মশিউর মিয়াকে গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির হলেও এর পরিচালনার দায়িত্ব ছিলেন বাছির ও মশিউর মিয়া। তাদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও অন্যজন মার্কেটিং ডিরেক্টর।
টিএইচ/জেডএস