ভুয়া মামলায় জেল খাটানো : জড়িতদের খুঁজতে সিআইডিকে নির্দেশ
ঝালকাঠির এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মামলা করে জেল খাটানোর বিষয়ে জড়িতদের খুঁজে বের করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় পরবর্তী আদেশের জন্য ৮ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার (৬ জুন) ওই মামলার কার্যক্রম স্থগিত করে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
আইনজীবী জানান, ঢাকা মহানগর হাকিমের আদালতে ঝালকাঠি থানার রাজাপুরের রফিকুল ইসলামের বিরুদ্ধে জাকির হোসেন নামক একজন ভুয়া বাদী সাজিয়ে ধানমন্ডির ঠিকানা দিয়ে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় পিটিশন মামলা দায়ের করে। পরে এই মামলায় গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। ৮ দিন জেল খাটার পর জামিনে বের হয়ে তিনি খোঁজ নিয়ে ঠিকানা ও ব্যক্তির কোনো অস্তিত্ব পাননি। একইসঙ্গে জানতে পারেন ব্যবসায়িক শত্রুতা বশত কয়েকজন এই সাজানো মামলাটি করেছেন।
বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে আদালতে দরখাস্ত দাখিল করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলে শুধুমাত্র বাদীর ঠিকানা যাচাইয়ের আদেশ দেওয়া হয় এবং রিপোর্টে ঠিকানার অস্তিত্ব নেই বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ মামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কোনো প্রতিকার না পেয়ে উচ্চ আদালতে আবেদন করেন রফিকুল ইসলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।
এমএইচডি/জেডএস