কোর্ট থেকে পালিয়ে যাওয়া আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় পর আদালত থেকে পালিয়ে যাওয়া আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
আসামিরা হলেন- ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান তোতা ও আইনজীবী পলাশ।
জানা গেছে, গত ৬ এপ্রিল আওয়ামীপন্থি ৮৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। এদের মধ্যে ২০ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়। তবে ৬৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে আদেশ শুনে দুই আইনজীবী আদালত থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৭ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের হাজতখানার ওসি রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
এনআর/এমজে