ঢাকা দক্ষিণের মেয়র হতে চলেছেন ইশরাক হোসেন!

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় রায় ঘোষণা হবে আজ। রায় ইশরাকের পক্ষে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো তিনিও ঢাকা দক্ষিণের মেয়র পদে আসীন হতে পারেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করবেন।
ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আশা করছি রায় আমাদের পক্ষে আসবে।
বিজ্ঞাপন
চসিক মেয়র পদের মতো ইশরাকও মেয়র হতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রায় ঘোষণা হলে এর উত্তর দেওয়া যাবে। আশা করছি এমন কিছুই হতে যাচ্ছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে গত বছরের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করেন। চসিক নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এ নেতা।
২০২১ সালের ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। যদিও ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
এনআর/এসএম