৫৪ জনের মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে জাফরুল্লাহ-সাকি-নুর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই আন্দোলন থেকে আটক হওয়া ছাত্র অধিকার পরিষদের ৫৪ নেতাকর্মীর মুক্তির দাবি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (৩১ মে) হুইল চেয়ারে করে সুপ্রিম কোর্টে আসেন জাফরুল্লাহ চৌধুরী। মুক্তির দাবিতে তার সঙ্গে আরও আছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজীজ উলফাত, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও মুস্তাফিজুর রহমান ইরান। তারা বর্তমানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে অবস্থান করছেন।
মোদিবিরোধী আন্দোলনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এমএইচডি/এইচকে