ওয়েজ বোর্ডের প্রকৌশলী শরীফের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের কুমিল্লার রুপায়ন দেলোয়ার টাওয়ারে ১টি বেজমেন্ট, ১টি সেমি বেজমেন্ট ও দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (১৭ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবী ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোনো উৎস থেকে অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামীয় ও তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামীয় ব্যাংক হিসাবে আনায়ন করে বৈধতা প্রদানের চেষ্টা গ্রহণপূর্বক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
আবু শাহাদৎ মো. শরীফের নামীয় স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামীয় ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্ঠা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব এবং বিও হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।
এনআর/জেডএস