রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

আসন্ন রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে বেলা সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে বেলা সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।
আরও পড়ুন
এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপসচিব মো. কামরুজ্জামান সই করেন।
এমএইচডি/এমএসএ