মতিউরের স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এদিনের দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাঈল এ আবেদন করেন।
আরও পড়ুন
আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয়ে মোট ১৩ কোটি ১ লক্ষ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা (এজাহার) দায়ের করা হয়েছে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি জনাব লায়লা কানিজ নামীয় মূল আয়কর নম্বর ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
এনআর/এআইএস