যাত্রাবাড়ীতে গণহত্যা : ৬ এপ্রিল প্রতিবেদনের দাখিলের নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, সাইমুম রেজা।
যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশন পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। একইসঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেন।
এমএইচডি/জেডএস