সাবেক এমপি আউয়াল দম্পতির ব্যাংক হিসাব জব্দই থাকবে
অর্থপাচারসহ দুর্নীতির মামলায় ব্যাংক হিসাবসহ সম্পত্তি জব্দের আদেশের বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আউয়াল দম্পতির পক্ষে আওসাফুর রহমান বুলু শুনানি করেন।
পরে অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, মানি লন্ডারিং আইনে বিশেষ জজ আদালতের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। কিন্তু তারা ৭৭ দিন পর আপিল করেছেন। এ কারণে হাইকোর্ট সরাসরি আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে আউয়াল দম্পতির ব্যাংক হিসাবসহ সম্পত্তি জব্দই থাকছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আউয়াল দম্পতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত আউয়াল দম্পতির ব্যাংক হিসাব ও সম্পতি জব্দের আদেশ দেন। এর বিরুদ্ধে আপিল করেন তারা।
এমএইচডি/এফআর