মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে তলব করে লিখিত এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বিরুদ্ধে আদালত অবমাননার রুল করেছিলেন হাইকোর্ট। রুলে আদালতের আদেশ না মানায় কেন তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না— তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
এই আদেশের ধারাবাহিকতায় তাকে তলব করা হয়।
এমএইচডি/এসএম