গ্রেপ্তারের ১১ ঘণ্টা পরই দুই আসামির জামিন
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারের ১১ ঘণ্টার মাথায় জামিন পেয়েছেন আসামি মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোল।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
এদিন তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা। আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।
এর আগে রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৪টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এনআর/জেডএস