ঢাকা জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের ভাই কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা জেলার দোহারে এস এম আরিফুল ইসলাম নামে ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান ওরফে তরুণের ভাই কামরুজ্জামান ওরফে অরুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা শুনানি শেষে তার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মমিনুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন
এর আগে ২ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে নবাবগঞ্জের থানাধীন কোমরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৩০ জুলাই সকাল ১০ টার দিকে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণার জন্য উপস্থিত এস এম আরিফুল ইসলামসহ অনেকে। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে এস এম আরিফুল ইসলামসহ অনেকে আহত হন। এস এম আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি ২১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৩৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
এনআর/এমএ