ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু : চালক-হেলপার কারাগারে
সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের দুইজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিদের সড়ক পরিবহন আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে টিম সেখানে যায়। এরপর রাত ৩টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্ট হতে কারওরান বাজারগামী ট্রাকে আসামিরা দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়। তখন নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক আমিসহ আমাদের সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও সাধারণ জনতা ঘাতক ট্রাকের ড্রাইভার বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে ট্রাকসহ আটক করে।
এনআর/এমএ