হাসিনা-কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলী হুসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে আলী হুসেনের আত্মীয় পরিচয়কারী মফিজুল ইসলাম সানা মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা কোনো তদন্ত চলছে কি না তা ২০ কর্মদিবসের মধ্যে উত্তরা-পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর-হাউজবিল্ডিং এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন আলী হুসেন। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনআর/এসএম