এজলাসে ডিম কাণ্ড : জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন
পরে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন এজলাসে ডিম ছুঁড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধান বিচারপতি বলেছেন, কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ আছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া মেনে নেওয়া হবে না। সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয় অনুসন্ধান শুরু করেছে।
ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে আমরা একটি তদন্ত কমিটি করব। কোনো আইনজীবী জড়িত থাকলে তাদের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে। বার কাউন্সিলের আইনজীবী লাইসেন্স বাতিল হতে পারে। প্রধান বিচারপতির কঠোর মনোভাবের সঙ্গে আমরাও একমত পোষণ করেছি।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।
এমএইডি/এমএ