সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল : রাষ্ট্রপতিকে জানালেন প্রধান বিচারপতি
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে কার্যক্রম শুরু করেছে তা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান বিচারপতি এ তথ্য জানান। এ সময় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
আরও পড়ুন
সাক্ষাৎকালে প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির অন্যতম সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। পারস্পরিক কুশলাদি বিনিময় শেষে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর হতে তার গৃহীত বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেসব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া, সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান যে ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যক্রম শুরু করেছে।
রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে বিচার বিভাগ সংস্কারের এই উদ্যোগসমূহের কারণে আগামী দিনগুলোতে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ এ দেশের বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এ সময় উপস্থিত ছিলেন।
এমএইচডি/এমএ