এফবিসিসিআইর ২৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে চাকরিচ্যুত ২৬ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বেতন-ভাতাসহ সার্ভিস বেনিফিট–সংক্রান্ত আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সংগঠনের মহাপরিচালক ও এফবিসিসিআইয়ের প্রশাসককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৭ অক্টোবরের চিঠি অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত ২৬ কর্মকর্তা-কর্মচারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. আরিফুজ্জামান খান।
আরও পড়ুন
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালনকালে শেখ ফজলে ফাহিম করোনার সময় ৬২ কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরে বেশ কয়েকজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তবে এই ২৬ জনসহ আরও অনেককে পুনর্বহাল করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী, চাকরিচ্যুত ব্যক্তিদের প্রাপ্য সুবিধা পাওয়া থেকেও বঞ্চিত করা হয়। প্রাপ্য সুবিধার মাত্র ২৫ শতাংশ দেওয়া হয়েছে। এমনকি তাদের আইনি সুরক্ষা নেওয়া থেকে বিরত রাখতে হুমকি দেওয়ারও ঘটনা ঘটেছে। সে জন্য জীবনের নিরাপত্তা চেয়ে মতিঝিল থানায় জিডি করতে বাধ্য হন এই সব কর্মকর্তা-কর্মচারী।
এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত এসব কর্মকর্তা-কর্মচারী ৬ অক্টোবর চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন। সেই সঙ্গে চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা দাবি করেন তারা। সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ২৭ অক্টোবর এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
এমএইচডি/এমএ