বেসিস নির্বাচনের সময় বাড়নো নিয়ে হাইকোর্টের রুল
কোনো আইনি কর্তৃত্ব ও প্রক্রিয়া ছাড়াই বেসিসের নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক-বাণিজ্য সংগঠন (DTO) ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেসিসের সাধারণ সদস্য আইনজীবী মোহাম্মদ আমিন উল্লাহর দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
মঙ্গলবার (১৮ মে) রিটকারী বেসিসের সাধারণ সদস্য ও এলিয়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইনজীবী মোহাম্মদ আমিন উল্লাহ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ পরিবর্তন করে সময় বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট দায়ের করি। রিটে হাইকোর্টের কাছে অ্যাড-হক (Ad-hoc) কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
মোহাম্মদ আমিন উল্লাহ আরও বলেন, দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন ও অ্যাপেক্স বডি হলো বর্তমান বেসিস। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এ সংগঠনটি, ভবিষ্যতেও রাখতে পারবে। এই সংগঠনকে অনিয়মের মধ্যে চলতে দেওয়া যায় না। এ কারণে রিট করেছিলাম।
এমএইচডি/এসকেডি