কারাগারে আটক জামায়াত নেতাদের জামিন চেয়ে আবেদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ আগস্ট) জামায়াতের একাধিক আইনজীবী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি জামায়াত নেতাদের জামিনের জন্য অবেদন রেডি করছি। কিছুক্ষণের মধ্যেই তা আদালতে দাখিল করব।
জামিন চাওয়া হবে এমন কয়েকজন হলেন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী ও শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা।
এনআর/কেএ