ডিসিদের উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে বললেন প্রধান বিচারপতি
মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসককে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার (৬ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ উপলক্ষ্যে দেওয়া অভিভাষণে এ আহ্বান জানান প্রধান বিচারপতি ।
অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান বিচারপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা।
তিনি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন ও সার্বিক জনকল্যাণ নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। প্রত্যেকে নিজ নিজ কর্মব্যাপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।
আরও পড়ুন
প্রধান বিচারপতি আরো বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক। তিনি এই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিচার বিভাগের সার্বিক উন্নতির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বিচার বিভাগের মামলাজট নিরসনে মাঠপ্রশাসনের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করে প্রধান বিচারপতি সর্বোচ্চ মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
অভিভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রেজিষ্ট্রির কর্মকর্তারা।
এমএইচডি/পিএইচ