ক্রিকেট খেললেন বিচারপতিরা, উৎসবমুখর সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খেলার উদ্বোধনী দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচে অংশ নেন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গান ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে আইনজীবীরা মাঠ মাতিয়ে তোলেন।
ডিভাইন জাস্টিস দলের নেতৃত্ব দেন বিচারপতি মামনুন রহমান। অন্যদিকে ন্যাচারাল জাস্টিস দলে নেতৃত্ব দেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার।
খেলায় অংশ নেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি ভীষ্মদার চক্রবর্তী, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি আলী রেজা, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি একেএম রবিউল হাসান।
আরও পড়ুন
বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি আহমেদ সোহেল খেলার মাঠে উপস্থিত থেকে সহকর্মী বিচারপতিদের উৎসাহ প্রদান করেন।
এর আগে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বার সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার রমজান আলী শিকদারসহ অন্যান্যরা। ক্রিকেট টুর্নামেন্টে মোট ২৭ টি দল অংশ নিচ্ছে।
এমএইচডি/পিএইচ