‘টাঙ্গাইলের শাড়ি ভারতের’ দাবি বন্ধে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ
বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে নিবন্ধিত হওয়ার ঘটনায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।
কেবিনেট সচিব, পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, সংস্কৃতিবিষয়ক সচিব, শিল্পসচিব, হস্তশিল্প বোর্ডের চেয়ারম্যান, প্যাটানস অ্যান্ড ডিজাইন ট্রেডমার্ক মহাপরিচালক (ডিজি), টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ইউএনওকে এ নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন
নোটিশে বলা হয়েছে, টাঙ্গাইলের শাড়ির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই এবং ভারতের কোনো স্থানের নামও টাঙ্গাইল বলে আমাদের জানা নেই। তাই এই টাঙ্গাইলের শাড়ি ভারতের দাবি করার বিষয়ে সরকারের সংশ্লিষ্টরা পদক্ষেপ গ্রহণ না করায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
এমএইচডি/এমজে